lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-25T15:39:06Z
ব্রেকিং নিউজ

বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী প্রদানে গুইমারা রিজিয়ন কমান্ডার

Advertisement


 


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ                 

 গত কয়েক দিনের অতিবৃষ্টির কারনে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী প্রদান করেন খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন।


রবিবার (২৫শে আগস্ট) ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের দায়িত্ব পুর্ন এলাকার উওর হাজীপাড়া, আমতলী পাড়া, হাফছড়ি ও বড়পিলাকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 


এসময় উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ গুইমারা রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। 


প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত সকলকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও  এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সচেতনতা মূলক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এধরনের জনসেবা মুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।