Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
মহেশখালীতে কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ'কে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ শে আগষ্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশখালী উপজেলা চত্বর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষক, শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষক-কর্মচারী'সহ সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে দাড়িয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক কবি খালেদ মাহাবুব মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক মোহাম্মদ বেলাল হোসাইন, মহেশখালী আইল্যান্ডল হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম, সিনিয়র শিক্ষক গফুর আলম, শিক্ষার্থী সরওয়ার উদ্দীন সৌরভ, বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মৌলানা মো: কামাল, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী রোহান প্রমুখ।
বক্তারা সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল উল্লাহ ফরিদ'কে ষড়যন্ত্র করে হত্যা মামলার আসামি করার প্রতিবাদ জানিয়ে ওই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি জানান। একটি রাজনৈতিক হত্যাকাণ্ডে মিথ্যা আসামি করার ঘটনায় সভা থেকে নিন্দাও জানানো হয়।
উল্লেখ্য- বিএনপি নেতা শফি হত্যা মামলায় দলীয় কোন্দলকে কেন্দ্র করে সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল উল্লাহ ফরিদকে আসামি করা ষড়যন্ত্র মুলুক জড়ানো হয়েছে বলে জানিয়েছে ছাত্ররাও। তিনি একজন সফল রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তি। মহেশখালী আনাচেকানাচে তাঁর হাতে গড়া উন্নয়নের ফলে মহেশখালী জনপদে তিনি সবার নিকট জনপ্রিয় একজন মানুষ। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি একজন মহান শিক্ষক। মহেশখালী আইল্যান্ডল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তাঁর বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্টাতা ও পরিচালনায় আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব সময় উপজেলার শীর্ষে অবস্থান করে, ভালো ফলাফল করে। কিন্তু তাঁর হাতেগড়া বিএনপি কর্মী শফিউল আলম শফি হত্যা মামলায় তাঁকে ষড়যন্ত্র মূলকভাবে মামলার আসামি করা হয়েছে বলে দাবী করে শিক্ষক ও শিক্ষার্থীরা।