lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-15T17:37:21Z
চিকিৎসামাদকমারধর

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বেধরক মারপিট: রাজশাহী মেডিকেলে ভর্তি

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় মাদকব্যবসায় বাঁধা দেওয়ায় মোঃ মানিক নামের এক সমাজসেবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুবৃত্তরা।সোমবার (১২ আগষ্ট) সকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর বাজারে এ সন্ত্রাসী হামলা ঘটে। হামলায় ইউনুস প্রামাণিকের ছেলে সমাজকর্মী মানিক গুরুতর আহত হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় ইউনুস প্রামাণিক বাদী হয়ে মামলা দায়ের করেন।




এজাহার থেকে জানা যায়, মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য আব্দুল আজিজের পুত্র মজির ও তার ১৭ সদস্যের দলবল নিয়ে মাহমুদপুর বাজারে সবার সম্মুখে হামলা চালায়। মানিকের মাথায় বিদেশী পিস্তল ঠেকিয়ে চিৎকার করতে বারণ করে মজির পরবর্তীতে রাসেল,রাজেম, সাইদ,মজনু সেলিম বাঁধন শাকিব শাকিল নাজিম লেমন আইয়ুব মঞ্জু সকাই আজিম শামিম ও বেলাল দেশীয় অস্ত্র রড ও হাতুড়ি দিয়ে আঘাত করলে ঘাড়ে ও পিঠে লেগে গুরুতর জখম হয়। এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র বাঁশের লাঠি কাঠের বাটাম দিয়ে প্রহার করলে অজ্ঞান হয়ে যায় মানিক। পরবর্তীতে পাবনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঘাড়ের আঘাত গুরুতর দাবি করে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে মানিক।এ ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তবে মাদকব্যবসায়ী মজির ও তার দলবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয় এলাকাবাসী।




এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, সন্ত্রাসী হামলার বেশকিছু আলামত পাওয়া গেছে। সন্ত্রাসীদের গ্রেফতার করতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ।