Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলার ঘটনায় পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।
রবিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করে তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, সাবেক সভাপতি সফিকুল আলম, সাংবাদিক বদরুদ্দোজা বাধন, সম্রাট হোসাইনসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, রেডিও ক্যাপিটাল, বাংলা নিউজ ২৪, ডেইলি সান পত্রিকার অফিসে ভাঙচুর ও গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি সন্ত্রাসী মহল গণমাধ্যম অফিসে হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সকল গণমাধ্যমকর্মীরা।