lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
Last Updated 2024-08-27T03:10:15Z
ব্রেকিং নিউজ

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুজানগরের দেয়ালে দীপ্ত গ্রাফি আঁকছে ছাত্র- ছাত্রীরা

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা: ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর। পরিছন্ন ও রঙিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেয়ালে দেয়ালে দীপ্ত গ্রাফি আঁকছে ছাত্র জনতা। পাবনার সুজানগরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলা পরিষদের বিভিন্ন দেয়াল পরিস্কার করে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা।কেউ আঁকছে লাল সবুজের পতাকা,কেউ আঁকছে বাংলাদেশের মানচিত্র,কেউ মুক্তি ও সংগ্রামের প্রতিচ্ছবি,সাম্য, সম্প্রতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। দেয়ালে আঁকা আঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা।ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর এধরনের চিত্র চোখে পড়ছে, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের দেয়াল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দেয়াল, শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দেয়াল ও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারের দেয়াল সহ বিভিন্ন স্থানে। স্বেচ্ছাসেবীর ভিত্তিতে এই কাজ করছে শিক্ষার্থীরা।রঙ তুলির আঁচলে আন্দোলনে প্রাণ হারানোদের শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি,সমাজ ও রাষ্ট্রের সংস্কার,ঘুষ দুর্নীতি বন্ধ করা,বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে, সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় মূর্তি চোখে পড়ছে। ময়লা দেয়াল গুলো পরিষ্কার করে রঙিন করে তুলেছে শিক্ষার্থীরা। এই কাজে অংশ নেন,শেখ রওনক জুথী,ফিমা,এনি, সাদিয়া, আয়শা,নোভা, ইরা, জহুরুল, বিশাল, সামি সহ অন্যান্য শিক্ষার্থীরা।