Advertisement
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সালথা সদরের বাইপাস সড়ক সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপির নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হুমায়ুন খান, দপ্তর সম্পাদক বাসার মাষ্টার, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, রাশেদ মাতুব্বর, আব্দুর রব মাতুব্বর, সাখাওয়াত হোসেন জয়নাল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ আজিজুর রহমান লিটন, এ্যাড: সুজন ফকির, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, কামরুল ইসলাম, শাফিকুল ইসলাম, মাহফুজ খাঁন, ইয়াসিন বিশ্বাস, ফরিদ হুসাইন, আখের আলী, খোকন মাতুব্বর, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, প্রচার সম্পাদক মিরাজ বিশ্বাস, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান শুভ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, সাব্বির আহমেদ রাকিব, সবুজ হোসেন, রাজীব হোসেন, তানভীর হাসিব প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের এবং সাবেক বিএনপির মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমান।