lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-04T06:39:01Z
গণমাধ্যমজাতীয়

পাবনায় শহীদ জাহিদ ও নিলয় পেপার কর্নার উদ্বোধন

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থ: 

জনসাধারনের বিনামূল্যে সংবাদপত্র পাঠ করার নিশ্চয়তা নিশ্চিতকল্পে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাহিদ হোসেন ও মাহবুব হোসেন নিলয়ের স্মরণে পেপার কর্ণারের উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে পাবনা শহরের নিউ মার্কেটের  তিন নাম্বার গেট সংলগ্ন দেয়ালে এ পেপার কর্ণার উদ্বোধন করা হয়।


পাবনা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রায়হান নয়ন'র অর্থায়ন ও পৃষ্ঠপৃষকতায়  এবং দৈনিক  দিনকালের সহযোগিতায় ফিতা কেটে উক্ত পেপার কর্ণার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক মোঃ আসাদুজ্জামান খান, সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব ও মনজুরুল ইসলাম, মোহাম্মদ ইজ্জত আলী, আব্দুল ওহাব, আখতারুজ্জামান ঝন্টু, সানাউল্লাহ সানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে শহীদ নিলয়ের পিতা তার সন্তানের নামে পেপার কর্ণার উদ্ভোধন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন,  এই যুগান্তকারী উদ্যোগ জনসাধারণ কে সংবাদ পত্র পাঠে সকলকে উৎসাহিত করবে। সবশেষে তিনি অশ্রুভরা কন্ঠে তার সন্তান ও অন্যান্য সকল শহীদ ও আহতদের উপর গুলিবর্ষণ ও হামলাকারীদের সর্বোচ্চ বিচার প্রার্থনা করেন।