lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-24T09:35:04Z
জাতীয়

পাবনা ক্যাডেট কলেজের ছাত্র কক্সবাজারের যৌথবাহিনীর অভিযানে লে. তানজিম নিহত

Advertisement


 


এম মনিরুজ্জামান, পাবনা: যৌথ বাহিনীর অভিযানে রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং সন্ত্রাসীরা তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।


লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।


আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসীব করুন।