lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-05T10:13:06Z
গণমাধ্যম

পোরশায় প্রকাশিত সংবাদে বিএনপি নেতার বিভাগীয় কমিটির তদন্ত

Advertisement


 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর  পোরশায় বিএনপি দলীয় কোন্দল মেটাতে তদন্তের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের পৃষ্ঠপোষকের  বাড়িতেও বসেন। 


সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪  পোরসা উপজেলার বিএনপি'র ২গ্রুপ। ১। মোজাম্মেল ও ২। তৌফিকুর রহমান। প্রকাশিত সংবাদের দ্বন্দ্ব মেটাতে কেন্দ্রীয় কমিটির ৪ সদস্য পোরশা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক সাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে বসেন মোজাম্মেল চৌধুরীর ডাকে। বিএনপির  সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে ভুমি দখলের মিথ্যা অভিযোগের ভিত্তিতে  "দৈনিক কালবেলা" পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হলে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঐ আওয়ামী লীগ পৃষ্ঠপোষক  দলীয় কয়েক জন কৃষককে উস্কিয়ে দিয়ে থানায় অভিযোগ করেন এবং সংবাদ প্রকাশ করেন। এতে দ্বন্দ্বের সৃষ্টি হলে মোজাম্মেল হক চৌধুরী বিভাগীয় কমিটিকে তদন্ত করার আহ্বান জানান ।তারা দুটি প্রাইভেট কারে এসে বসেন উপজেলার ধুলাডাঙ্গা  গ্রামের ঐ আওয়ামী পৃষ্ঠপোষকের বাড়িতে। 

 তারা ১নংগ্রুপের কথা শুনেন ও ২ নং গ্রুপ তৌফিকুর রহমান চৌধুরীর নিরিবিলি বাড়িতেও  সব কথা শেষে দলীয় লোকদের কাছে বিভাগিয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক (চন্দন) বলেন, সম্মানিত সহযোদ্ধা ভায়েরা আমরা এক ক্রান্তিকাল পার করছি ৫তারিখে যে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা কিন্তু সরকারি দল না আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের কিন্তু বুঝতে হবে আগামীর বাংলাদেশ হবে অত্যন্ত কঠিন নির্বাচনও হবে অত্যন্ত কঠিন মানুষের ভালো বাসা অর্জন করতে হবে যদি কেউ দলের নাম ভেঙ্গে  ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাহলে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর হবেন, কঠোর হওয়া ছাড়া দল নিয়ন্ত্রণ করা যাবে না। উল্লেখিত দ্বন্দ্বের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। তাঁর সাথে ছিলেন, নওগাঁ জেলা সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু । আধা ঘন্টার মধ্যে উপজেলা সকল নেতাকর্মী যে ছুটে এসেছেন এজন্য সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যে তদন্ত করলেন সেখানে আমি খোলামেলা সব কথা বলেছি। আওয়ামী লীগের ঘরে তাদের লোক নিয়ে তদন্ত করেছে আমি কিন্তু আওয়ামী লীগের শত্রু আমি কিন্তু বিএনপির শত্রু নই।সকল বিএনপির অঙ্গ সংগঠন এর উদ্দেশ্যে তৌফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন।