lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-09T12:52:22Z
ব্রেকিং নিউজ

সখীপুর থানা পুলিশের উদ্যোগে ডাকাতি ও ছিনতাই রোধে সড়কের দু-পাশে পরিচ্ছন্ন অভিযান

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সখীপুর-গোড়াই সড়কের রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান শুরু করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার ঘেচুরা থেকে আমের চারা অংশে রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়।


সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের উদ্যোগে এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্ন অভিযানে থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক বসুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করার দৃশ্য দেখে যানবাহন চালক ও যাত্রীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পথচারী মজিবুর রহমান বলেন, সড়কে অপরাধ রোধে পুলিশের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এতে মাদক কারবারিসহ ডাকাতি কমবে।

প্রাইভেটকার চালক নাজমুল হাসান জানান- পুলিশের এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। রাতের বেলায় এই সড়কের পাশের ঝোপঝাড় আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে। পুরো সড়কটির দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করলে এতে সড়কের অপরাধ একদমই থাকবে না।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সড়কে ডাকাতি ও ছিনতাই রোধে দুপাশে এ পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। সড়কের পাশে ঝোপঝাড়ের কারণে সড়কের উভয়পাশে কিছু দেখা যায় না। ঝোপঝাড় পরিস্কার হলে অপরাধের পরিবেশ থাকবে না।