lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-01T04:46:51Z
আইন অপরাধ

মাধবদীতে পিতাকে হত্যার দায়ে পুলিশের কাছে পুত্র গ্রেফতার

Advertisement


 

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে পিতাকে হত্যার দায়ে পুত্রকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। গতকাল ৩১ আগস্ট মাধবদী এলাকা থেকে আসামী ইয়ামিনকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ।  



মামলার অভিযোগ থেকে জানা যায় মাধবদীর শ্যামলাকান্দী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ ইয়ামিন(২৫) একজন মাদক সেবী। প্রায়ই পরিবারের নিকট থেকে অর্থ নিয়ে মাদক সেবন করত। ঘটনার দিন গত ২৫ আগস্ট পরিবারের নিকট ২০ টাকা দেওয়ার দাবী করে কিন্তু পরিবারের কেউ টাকা দিতে রাজি হয়না। পরে ইয়ামিন পরিবারের সকলকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে আব্দুল হান্নান ঝগড়া এড়াতে বাড়ি থেকে চলে যাওয়ার সময় ইয়ামিন তার পিতা আব্দুল হান্নানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।  আঘাত পেয়ে আব্দুল হান্নান মাটিতে পরে যান। এসময় ইয়ামিন পিতাকে পিটিয়ে রক্তাক্ত গুরুতর আহত করে। পরিবারের অন্য সদস্যরা ও এলাকাবাসী  আহত  আব্দুল হান্নানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের নির্দেশ দেন। পরদিন হাসপাতালে ২৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন।  পরে নিহতের স্ত্রী ইয়ামিনের মা আকলিমা বেগম পুত্র ইয়ামিনের নাম উল্লেখ করে বাদি হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে ইয়ামিন পলাতক ছিল। গতকাল রাতে মাধবদী বাজার এলাকা থেকে মাধবদী থানা পুলিশ ইয়ামিনকে গ্রেফতার করে বলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।