Advertisement
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে আগামী ৩ সেপ্টেম্বর গণ সমাবেশ বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মুসা বিন কাসিম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারী মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহেরউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূইয়া, সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য বি এম মাহদি আল হাসান, মাধবদী পৌরসভা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছ ভূইয়া, ইসলামী যুব আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সভাপতি আরিফ রহমান প্রমূখ। উল্লেখযোগ্য যে আগামী ৩ সেপ্টেম্বর (১) জুলাই হত্যাকান্ডের বিচার এবং গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লংঘনের বিচার। (২) দুর্নীতিবাজ ও বিদেশে অর্থপ্রাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে প্রাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ। (৩) নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব(পিআর) নির্বাচন চালু। (৪) ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদের দাবীতে গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।