Advertisement
স্টাফ রিপোর্টারঃ
পাবনার নবাগত পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পাবনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থানে উদ্ভুত পরিস্থিতির নিরিখে পুলিশকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে সমস্ত চ্যালেঞ্জ উত্তরণের জন্য তিনি পুলিশকে জনতার আস্থার প্রীতিকে পরিণত করতে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশের কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য পুলিশকে যেমন সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ঠিক তেমনিভাবে সমাজের সকল অংশীজনকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আব্দুল মতিন খান , বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম , দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মোরশেদ বাবলা , দৈনিক আজকের ইতিহাসের সম্পাদক আয়ুব আলী, দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান বিপ্লব, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রহমতুল্লাহ দোলন, দৈনিক পাবনার চেতনার নির্বাহী সম্পাদক আদনান উদ্দিনসহ জেলার কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।