lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-08T10:39:47Z
আইন অপরাধ

মাধবদী থানা পুলিশের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Advertisement


 


মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

 নরসিংদীর মাধবদীতে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। গতকাল রাত ১১:৫৫ টায় মাধবদী বাজারের আনন্দী ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মাধবদীর আনন্দী চৌরাস্তা মোড়ের দিকে সন্দেহজনক এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওসি তদন্ত আজিজুল হক হাওলাদার,  এসআই আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ মোহররম আলী ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে কাউকে না পেয়ে আশপাশের এলাকা তল্লাশি চালালে আনন্দী ব্রীজের রাস্তার পাশে ল্যামপোস্টের নিচে একটি ব্যাগ দেখতে পাওয়া যায়।  ব্যাগ খোলার পর একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।