Advertisement
মীর ইমরান-মাদারীপুরঃ
মাদারীপুর শিবচরের মাদবরচরে গভীর রাতে বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির সরদারের টিনের ঘরের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মনির সরদারের অভিযোগ, প্রায় ৩ বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘটনায় আবু বক্কর নামের শ্রমিকলীগ নেতা ছুরিকাঘাতে নিহত হন। ওই হত্যাকাণ্ডের মামলায় মনির সরদারকে বিনাদোষে আসামী করে আবু বক্করের হত্যা মামলার বাদী পক্ষ,পরে ঐ মামলার এজাহারভুক্ত আসামি মনির সরকার আদালতকে সম্মান প্রদর্শন করে কোটে হাজিরা দিলেন কোট মনিরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
এরপর ৩বছর কারাভোগের পর । পরবর্তীতে মনির সরদার জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন। ঐই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ সেক্ট:) গভীর রাতে তার বসতবাড়িতে আগুন দেন প্রতিপক্ষের লোকজন পরে যায় ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র।
মনির সরদার আরো বলেন আমি জামিনে মুক্তি পেয়ে আমার বাড়িতে আসার আগ থেকেই আমাকে হত্যার জন্য প্রতিপক্ষ অপেক্ষায় থাকে আমি রাতে বাড়িতে আসার পর প্রতিপক্ষ আমাকে আগুনে পুড়ে হত্যা করার জন্য আমার ঘরে অগ্নিসংযোগ করে।
এ বিষয় প্রতিপক্ষ সেকান্দার ফকির জানান, তাদের এ অভিযোগের কোন ভিত্তি নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারাতো বাড়িতেই নেই, তারা কিভাবে আগুন দিবে।
উল্লেখ্য, গত ৩বছর পূর্বে মাদবরচর ৪নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দে শ্রমিকলীগ নেতা আবু বক্কর ছুরিকাঘাতে নিহত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ চলে আসছে।