lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-01T14:29:20Z
রাজনীতি

নিজের অসামান্য রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন চান সরদার মো: সেলিম রেজা

Advertisement


 

*১/১১ পর থেকে খেয়েছেন ৬৯ টি রাজনৈতিক মামলা

*জেল খেটেছেন ১৭ বার



নিজস্ব প্রতিবেদক:- আওয়ামিলীগ সরকারের দীর্ঘ শাসনামলে দমন, নিপীড়ন, গুম, ঘুন, মিথ্যা মামলা উপেক্ষা করে  দেশব্যাপী  বিএনপির যেসকল নেতাকর্মী দলের দূর্দিনে রাজপথে থেকে সরকার পতনের পুর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম  সরদার মো: সেলিম রেজা।  বর্তমানে তিনি পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এর আগে তিনি পাবনা সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক,  পাবনা সদর থানা বিএনপির দুইবারের সাবেক সাংগঠনিক সম্পাদক, দোগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,  দোগাছি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। 



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)  এতো বড় বড় পদ পেতে তাকে হতে  হয়েছে আওয়ামীলীগ সরকারের দায়ের করা ৬৯ টি মিথ্যা ও ভিত্তিহীন মামলার আসামি, ১৭ বার যেতে হয়েছে অন্ধকার কারাগারে। একাধিক বার করা হয়েছে তার বাড়িঘরে হামলা ও লুটপাট। এতোসব রাজনৈতিক নির্যাতন উপেক্ষা করে তিনি তার মেধা ও পরিশ্রম দিয়ে তার রাজনৈতিক ইউনিট কে করেছেন বেগবান ও শক্তিশালী। গণমাধ্যম কর্মীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসকল তথ্য প্রদান করেন। 

সেইসাথে সংগঠনের দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই অকুতোভয় বীর সৈনিক সরদার মো: সেলিম রেজা নিজের রাজনৈতিক আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান তার সংগঠনের কাছে। তিনি বলেন,  দলের দীর্ঘ সংকটকালীন সময়ে যারা দলের প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছে তাদের মূল্যায়ন জরুরি। দলের সুদিনে অনুপ্রবেশ কারীদের ভিরে তারা যেন হারিয়ে না যায় সেদিকে দলের দ্বায়িত্বশীল লক্ষ্য রাখতে হবে।দেশকে সুন্দর ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।