Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একসঙ্গে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া পূর্বপাড়া এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ধবরিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুস ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
এ ঘটনায় তাজমুল (৪২) নামের আরও একজন আহত হয়েছেন। তাকে পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার (৩৫) কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব এর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথারি কোপাতে থাকে।
এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার মরদেহ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে।