lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-24T10:36:14Z
মানববন্ধন

আমতলীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষকরা।


মঙ্গলবার বেলা ১২টায় মানববন্ধন শেষে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।


এ সময় বক্তারা বলেন, একই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে বৈষম্যের শিকার হচ্ছেন বেসরকারি শিক্ষকরা। অবিলম্বে এ বৈষম্য দূর করে মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। পরে নেতৃবৃন্দ আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন, আমতলী বন্দর হোসাইনিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ ইউনুস হাওলাদার, আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এম এ হান্নান, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির, উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আমতলী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির, বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন আমতলী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।