lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-07T13:58:17Z
রাজনীতি

মাদারীপু‌রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আ‌য়োজ‌নে শ্রমিক সমা‌বেশ

Advertisement


 

মীর ইমরান, (মাদারীপুর):

বৈষম্য বিরোধী ছাত্র আ‌ন্দোল‌নে শহীদ‌দের রু‌হের মাগ‌ফিরাত কামনা ও শ্রমজী‌বি মানু‌ষের অ‌ধিকার প্রতিষ্ঠায়  শ্রমনী‌তি বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে  মাদারীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমা‌বেশ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।


শ‌নিবার (৭ সে‌প্টেম্বর) বি‌কে‌লে মাদারীপুর পৌর কেন্নদ্রীয় বাস টার্মিনাল এন্ড বিজনেস সেন্টারের  শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আ‌য়োজ‌নে জেলার  এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।


মাদারীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশ‌নের সভাপ‌তি খন্দকার দে‌লোয়ার হো‌সেন এর সভাপ‌তি‌ত্বে এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় কর্মসংস্থা সম্পাদক কাজী আবুল বাসার উপ‌স্থিতে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশ‌নের প্রধান উপ‌দেষ্টা মাওলানা আঃ সোবাহান খান, শিবচর উপ‌জেলা শাখার উপ‌দেষ্টা আক্তার হো‌সেন, ম‌জিবুর রহমান, হা‌বিবুল্লাহ বাহার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশ‌নের  সাধারসম্পাদক মোনিরুজ্জামান,শিবচর উপ‌জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশ‌নের সভাপ‌তি মোঃ বেলা‌য়েত হো‌সেইন মৃধা, শিবচর পৌর শাখার সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন দুলাল গোমস্তা, ‌শিবচর উপ‌জেলা শ্রমিক‌ কল্যাণ ফেডা‌রেশন এর সাধারন সম্পাদক মোঃ ম‌জিবর রহমান, প‌রিবহন বিভাগের মাদারীপুর জেলার সভাপ‌তি শাহআলম সো‌হেল প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।


এসময় বক্তারা ব‌লেন, ‌বৈষম্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নে শহীদ‌দের স্বর‌ন ক‌রেন। শ্রমজী‌বি মানু‌ষের অ‌ধিকার প্রতিষ্ঠায় কাজ কর‌তে সক‌লের প্রতি অনু‌রোধ ক‌রেন।


প্রধান অ‌তি‌থি কাজী আবুল বাসার ব‌লেন, স্বৈরাচার আ'লীগসহ তাদের সহযোগী সংগঠনরা ৫ মে  মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ হাজার হাজার মুসল্লিদের হত্যা করেছে, এরপর ডিবি কার্যালয়ে আয়না ঘর তৈরি করে মানুষ হত্যা ও গুমের রাষ্ট্র কায়েম করা হয়েছিল,গত কয়েক মাস বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পরেছিল হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে স্বৈরাচার আ'লীগ ।


এরপর ৫ ই আগষ্ট ছাত্র-জনতার তোপের মুখে পড়ে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়।তাদের দোসরদের রেখে গেছে এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এ চক্রান্ত সফল হবে না ,। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিরা সচেতন রয়েছে যত চক্রান্ত মোকাবেলা করার প্রস্তুত রয়েছেন।