lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-19T12:13:51Z
মাদক

পোরশা ঘাটনগরে মাদক নির্মূল সমাবেশ

Advertisement


 

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

মাদককে না বলি প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাদক নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত উপজেলার ঘাট নগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মাদক নির্মূল সমাবেশ। 

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার বেলা ৩টায় প্রধান শিক্ষক সাইদুর রহমানের ব্যবস্থাপনায় মাদক নির্মূল কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান।

তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে আমি আসার পর পোরশা উপজেলায় দেখছি ৩টি জিনিস খুব বেশি ১। শিক্ষার হার কম ২। বাল্যবিবাহ বেশি ৩। মাদক ব্যবসা ও সেবনকারী বেশি। এব্যাপারে সকলকে একত্রিত হয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে। এই ইউনিয়নে এলাকাবাসী যে মাদক নির্মল কমিটি গঠন করেছেন এজন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। মাদকাসক্ত যুব সমাজকে রক্ষা করতে তাদের ভূমিকা অগ্রনী। বিশেষ করে শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন যদি কোন শিক্ষার্থী মাদকাসক্ত হয়েছে বা হওয়ার সম্ভাবনায় রয়েছে তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনবেন।শিক্ষার্থীদেরকে  কমপক্ষে একটি করে নতুন কিছু শিক্ষাদান করুন অনুষ্ঠান শেষে শিক্ষকদের সাথে আলাপ কালে এই পরামর্শ দেন তিনি।পোরশার জনগণকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি উল্লেখ করেন। 

নওগাঁ জেলা উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব লোকমান হোসেন তার বক্তব্যে বলেন আজকের সমাবেশ দিয়েই মাদক নির্মূল সম্ভব হবে না। সবাই মিলে কাজ করলে  মাদক নির্মূল হবে বলে আশা করি। আমাদেরকে মাদক সেবী মাদক ব্যবসায়ীর নামের তালিকা গোপনে প্রদান করবেন আপনাদের নাম গোপন রাখা হবে।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি জালাল উদ্দিন। ঘাটনগর মাধ্যক নির্মূল কমিটির সকল সদস্য, ঘাটনগর উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।