lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-20T15:01:38Z
রাজনীতি

জাতীয়তবাদী যুবদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে টেকনাফে পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


 

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ পৌর শাখার তৃণমূল পর্যায়ে জাতীয়তবাদী যুবদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা পক্ষে জনমত গঠনের আলোকে  ২নং ওয়ার্ডের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফরিদ আলম। 


শুক্রবার (২০সেপ্টেম্বর)বিকাল ৩ঘটিকার সময় টেকনাফ উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


পৌর যুবদল নেতা হেলাল উদ্দিন এর নেতৃত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু। গুরুত্বপুর্ন বক্তব্য প্রদান করেন যুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ আমিন, মোহাম্মদ বাচামিয়া, মোঃ রফিক এবং মেহেদী।


অন্যান্যদের বক্তব্য রাখেন, পৌর যুবদল নেতা মণি আলম বাদশাহ, মোঃ রেদোয়ান, ছৈয়দ আহমেদ নাগু, মোঃ জুবায়ের, পৌর যুবদল নেতা রিয়াজ উদ্দিন, মোঃ তৌহিদ, যুবদল নেতা মোঃ আবুল কাশেম, আব্দুর রহিম, সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক,  মোঃ করিম।


এসময় প্রধান বক্তা যুবদল নেতা হেলাল উদ্দিন  বলেন, ‘বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন এক সঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’