lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-03T12:09:04Z
ব্রেকিং নিউজ

ধামইরহাটে যুবদল নেতার বাড়ীতে ডাকাতি ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট

Advertisement


 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে যুবদল সম্পাদক কুদ্দুস আলীর বড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে পৌর সদরের মঙ্গলকোঠা গ্রামে এই ডাকাতির ঘটনাটি ঘটে। 

কুদ্দুস আলীর পিতা বাচ্চু মন্ডল জানান, রাত ১টার দিকে কারেন্ট চলে গেলে প্রচন্ড গরমে স্বস্থি পেতে বাহিরে যাওয়ার জন্য দরজা খুললে তৎক্ষনাত ওঁত পেতে থাকা ডকাতদলের ৪/৫ জন তার মুখ চেপে ধরে হাত বেঁধে অস্ত্রের মুখে মাঠে নিয়ে যায় এবং আরেকদল বাড়ীতে প্রবেশ করে গামছা দিয়ে পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সম্পাদক মো. কুদ্দুস আলীকে হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে, এ সময় কুদ্দুস আলীর বোন ছুম্মা (২২) ও ভগ্নিপতি সাকিব (২৬) কেও বেঁধে জিম্মি করে এবং কুদ্দুস আলীর ছাব বাক্স থেকে জমি বিক্রির ৩ লক্ষ টাকা, প্লাষ্টিকের ড্রাম থেকে ২ লক্ষ টাকা এবং কুদ্দুস আলীর স্ত্রী মিতুর ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ডাকাতদল নিয়ে যায়। ধামইরহাট থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান, সেনাবাহিনীর সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব।