lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-27T04:13:30Z
আইন শৃঙ্খলা

ঝিনাইগাতী থানার নবাগত অফিসার ইনচার্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ আল-আমিন উপজেলার কর্মরত সকল  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। 


২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অফিসার ইনচার্জের নিজস্ব কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী  উপজেলার সাংবাদিকবৃন্দ অফিসার ইনচার্জ আল-আমিন ও ওসি তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমান ।


উপজেলার সকল সাংবাদিকবৃন্দ মুক্ত আলোচনার মাধ্যমে ঝিনাইগাতীর সকল সমস্যা  তুলে ধরেন। তারই ধারাবাহিকতায় ওসি বলেন কোন দালাল ধরে কেউ থানায় আসবেন না, সরাসরি আমার কাছে আসবেন সেবা গ্রহণ করবেন।থানায় মামলা করতে এক টাকাও প্রোয়োজন হবে না। ঝিনাইগাতী হবে মাদকমুক্ত কোন জুয়ার আসর বসতে দেওয়া হবে না। গভীর রাতে পাহাড়ে কোন বালি পাথরের গাড়ি চলাচল করতে দেওয়া হবেনা। অনিয়ম দূর্নীতি দেখা মাত্রই থানায় অবগত করবেন সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। পুলিশ আগের মতোই জনগণের পাশে থেকে কাজ করবেন। সদর বাজারের মূল কেন্দ্র থানার মোড়ে যানযট নিরসনে পুলিশী সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করবো।