lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-30T13:02:07Z
শিক্ষা

নাগেশ্বরী হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান ছড়াচ্ছে শিক্ষার আলো

Advertisement


 

কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান 'পদকপ্রাপ্ত' (২০১৭ খ্রিঃ) হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয় ছড়াচ্ছে শিক্ষার আলো। প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকরা মফস্বল অঞ্চলের শিক্ষার্থীদের সু-শিক্ষার আলোয় আলোকিত করতে নিয়মিতভাবে পাঠদান করার ফলে মাধ্যমিকের ফলাফল উপজেলার শ্রেষ্ঠ পর্যায় ও সন্তোষজনক।


জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট এলাকার বাসিন্দার ও ভিতরবন্দ জেডি একাডেমির বিএসসি (বিএড) শিক্ষক, শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক বিএসসি (সাবেক চেয়ারম্যান) ১৯৭৮সালে এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতায় এবং নিজ উদ্যোগে তার নামীয় ১একর ৩৪শতক জমিতে প্রতিষ্ঠা করেন হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়। শুধু তাই নয় সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক বিএসসি নিজ নামীয় জমি স্কুলেরহাট জামে মসজিদে ৩শতক, হাসনাবাদ স্বাস্থ্য কেন্দ্রে ৭১শতক, সমাজকল্যাণ অফিসে ৩২শতক, হাসনাবাদ ইউনিয়ন পরিষদে ২২শতক, বিএস ভবনে ১৮শতক জমি বিনামূল্য দান করেন। হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্দকার এবং সহকারী শিক্ষক ও কর্মচারী ১৫জন। স্কুলের ৩শত ৮৮জন শিক্ষার্থীকে নিয়মিতভাবে পাঠদান করে আসছেন। অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া শেষে বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করাসহ অনেকে ভালো প্রতিষ্ঠানে চাকরী করে জীবন অতিবাহিত করছেন এবং দুই জন শিক্ষার্থী বিদেশে পিএসডি করছেন। বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা জানান, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পদকপ্রাপ্ত হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সু-নাম ক্ষুন্ন করতে একটি কু-চক্তি মহল রিপোর্টারদের ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিষ্ঠানের নামে (দিগন্তের বাংলাদেশ টাইমলাইনসহ কয়েকটি অনলাইনে 'কুড়িগ্রামের হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের মনগড়া ভাবে চলছে' শিরোনামে লেখা-গত ২৩সেপ্টেম্বর ২৪খ্রিঃ দুপুর সাড়ে ১২টায় স্কুলের ক্লাসরুমগুলো বন্ধ, জাতীয় পতাকা উড়ছে, দুইজন শিক্ষক ও একজন কর্মচারী লাইব্রেরীতে বসে সময় কাটাচ্ছেন) মূলত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কারণ দর্শানোর সন্তোষজনক জবাব প্রদান করেন। কারণ দর্শানোর জবাবে উল্লেখিত ২৩সেপ্টেম্বর ২৪খ্রিঃ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নুর হোসেন মিয়া কে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দিয়ে প্রধান শিক্ষক নাগেশ্বরী ইউএনও অফিসে এনটিআরসির দুইজন শিক্ষকের এমপিওভুক্তের কাজে যান। এদিকে ২৩সেপ্টেম্বর সকাল ৭টা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফারার ক্রুটির কারণে স্কুলে বিদুৎ না থাকাসহ তাপমাত্রা ৩৯ডিগ্রি সেলসিয়াস থাকায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়। এর প্রেক্ষিতে সকল শ্রেণীর শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর ৩য় ঘন্টার পর ছুটির আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনছুর আলম ও তাজুল ইসলাম স্কুলে ৩য় ঘন্টার পর শ্রেণী পাঠদান বন্ধ রাখার পরামর্শ প্রদান করেন। ৩য় ঘন্টার পর ২জন শিক্ষক ও ২জন কর্মচারী ব্যতীত বাকী শিক্ষকগণ যোহরের নামাজ ও খাবারের জন্য যান। বিরতীর পর সকল শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হন এবং যথারিতী বিকাল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করেন।


অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনছুর আলম ও তাজুল ইসলামসহ অভিভাবক ও এলাকাবাসী বলেন, হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সু-নাম ক্ষুন্ন করতে একটি কু-চক্তি মহল রিপোর্টারদের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি মিথ্যা সংবাদ প্রচার করেন। উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর হোসেন মিয়া বলেন, ২৩সেপ্টেম্বর প্রধান শিক্ষক আমাকে স্কুল পরিচালনার দায়িত্ব দিয়ে নাগেশ্বরী ইউএনও অফিসে এনটিআরসির শিক্ষকের এমপিওভুক্তের কাজে যান। সেদিন সকাল ৭টা থেকে বিদ্যুতের ট্রান্সফারার ক্রুটির কারণে স্কুলে বিদুৎ না থাকাসহ তাপমাত্রা ৩৯ডিগ্রি সেলসিয়াস থাকায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়। এর প্রেক্ষিতে কমিটির অভিভাবক সদস্য মনছুর আলম ও তাজুল ইসলাম স্কুলে ৩য় ঘন্টার পর শ্রেণী পাঠদান বন্ধ রাখার পরামর্শ দেয়। বিরতীর পর সকল শিক্ষকরা বিদ্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করেন। উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্দকার বলেন, ২৩সেপ্টেম্বর ২৪খ্রিঃ সহকারী শিক্ষক নুর হোসেন মিয়া কে স্কুল পরিচালনার দায়িত্ব দিয়ে নাগেশ্বরী ইউএনও অফিসে এনটিআরসির ২জন শিক্ষকের এমপিওভুক্তের কাজে আসি। সেদিন বিদ্যালয়ে বিদুৎ না থাকাসহ অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থী অসুস্থ হয়। এর প্রেক্ষিতে কমিটির অভিভাবক সদস্য স্কুলে ৩য় ঘন্টার পর শ্রেণী পাঠদান বন্ধ রাখার পরামর্শ দেন। বিরতীর পর সকল শিক্ষকরা বিদ্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দেয়া হয়েছে।


নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নামের সংবাদের ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষক কারণ দর্শানোর সন্তোষজনক জবাব দিয়েছেন।