lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-27T15:10:42Z
ধর্ম অবমাননাবিক্ষোভ মিছিল

ভারতে রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

Advertisement


 

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি 

ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল করেছে কলাগাছিয়া ইউনিয়ন যুব সমাজ। 


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা বাজারে যুব সমাজের উদ্যােগে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ মিছিলটি বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা মো. ফেরদৌস, মো. তৌহিদুল ইসলাম মাসুদ ও হাফেজ মোঃ মোতাহার হোসেন প্রমুখ। 


বক্তারা বলেন, রাসুল (সঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না। ইসলাম শান্তির ধর্ম, মুসলমানরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কোন ধর্ম অন্য ধর্মকে নিয়ে কটুক্তি করা শেখায় না। চলতি মাসের শুরুর দিকে ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ একটি ধর্মীয় সভায় রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। সমাবেশ থেকে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানান বক্তারা।