lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-25T13:48:31Z
ছিনতাই

যাত্রী বেশে অটোরিকশা ছিনতাই

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জাকারিয়া নামের এক চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত জাকারিয়া কে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে। 


আহত অটোরিকশা চালক জাকির (১৮) দক্ষিণ পশ্চিম আমতলী ১ নং ওয়ার্ডের মো.স্বপন গাজীর ছেলে। 


আহত অটোরিকশা চালক জাকির অভিযোগ করে বলেন, মঙ্গলবার বেলা ১১ টায় দিকে জিহাদ নামের এক অটোমেকানিক্স আমতলী উপজেলার ডাক্তার বাড়ি নামক স্থান থেকে অটোরিকশা ভাড়া করে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পটুয়াখালী নতুন বাজার এলাকায় থামালে যাত্রীবেশী ছিনতাইকারী জিহাদ দুই প্যাকেট বিরানির মধ্যে একটি প্যাকেট অটো চালককে খেতে দেয়। এর পরে কোমল পানিও চালককে খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার পরপরই চালক জাকির অজ্ঞান হয়ে পড়েন তখন ছিনতাইকারী জিহাদ অটোরিকশা নিয়ে অন্য স্থানে লুকিয়ে রেখে আসেন। পরক্ষণে রাত ১১ টার দিকে ছিনতাইকারী জিহাদ চালক জাকারিয়াকে আমতলী নিয়ে আসে। পৌরসভার ৯ নং ওয়ার্ড নোচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে মারধর করে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে স্কুলের পশ্চিম পাশে ধানখেতে ফেলে রাখে। রাত দুইটার দিকে স্থানীয়রা চালক জাকারিয়ার ডাক চিৎকার শুনে ধানখেতে আহত অবস্থায় জাকারিয়াকে দেখতে পেয়ে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে জাকারিয়া আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে চিকিৎসাধীন আছেন।


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।