lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-24T16:07:07Z
শিক্ষা

মহেশখালীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্যদূর করার দাবিতে মানববন্ধন

Advertisement


 


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মহেশখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৪ শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা চত্বরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন হয়।


এতে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম এর সভাপতিত্বে, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আজাদ এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আলী রেজা।


উক্ত মানববন্ধনে বক্তব্য একাত্মতা প্রকাশ করেন বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম। এসময় আরোও বক্তব্য রাখেন মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস ফারুকী, ছোট মহেশখালী তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ছিদ্দিক আজাদ, সহকারী শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন মহেশখালী মডেল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আক্তার কামাল আজাদ ও শামীম  ইকবাল, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহাবুব আলম, শওকত ওসমান, নুরে আলম।


মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা এর নিকট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান'সহ শিক্ষক নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।


এ সময় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।