lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
Last Updated 2024-09-24T09:32:51Z
ধর্মীয় উৎসব

রংপুর গংগাচড়ায় নানা আয়োজনে চলছে শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি "

Advertisement


 "

রংপুর (গঙ্গাচড়া) প্রতিনিধিঃ

রংপুর গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের নানান আয়োজনের মধ্যে দিয়ে চলছে শারদীয় দূর্গা উৎসবের পূর্ব প্রস্তুতি। থাকছে  আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ  নজরদারি। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যে পূজার ছোঁয়া লাগতে শুরু করেছে সনাতন ধর্মাবল্বীদের মাঝে।এ উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রস্তুত হচ্ছে পূজা মণ্ডপ।


এ বছর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৯২টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।গত বছর এ উপজেলায় দুর্গা পূজা হয়েছে ১০৪ টি মণ্ডপে। এ বছর পূজা সংখ্যা কমেছে ১২টি।


এর মধ্যে গঙ্গাচড়া সদর ইউনিয়নে ১৯ টি, কোলকোন্দ ইউনিয়নে ১০ টি, লক্ষ্মীটারি ইউনিয়নে ৩টি,নোহালী ইউনিয়নে ৮টি,  বড়বিল ইউনিয়নে ১১টি, গজঘণ্টা ইউনিয়নে ২টি, মর্নেয়া ইউনিয়নে ১টি, আলমবিদিতর ইউনিয়নে ১৩টি, বেতগাড়ী ইউনিয়নে ২৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা হবে।


৯ অক্টোবর দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয় দশমী ও সিঁদুর উৎসবের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন  ধর্মাবল্বীদের শারদীয় দুর্গা পূজা।


গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায় বলেন, এ বছর উপজেলায় ৯২টি মণ্ডপে দুর্গা পূজা হবে। গত বছরের থেকে এবছর পূজার সংখ্যা কমেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা সকল প্রস্ততি গ্রহণ করেছি।


গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।