lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-01T04:24:52Z
ধর্মীয় উৎসব

বিজয়নগরে ৪৪ স্থানে হচ্ছে শারদীয় দুর্গাপূজা

Advertisement


 

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

শান্তিপূর্ণ ভাবে এবছর শারদীয় দুর্গাপূজা উৎযাপনের লক্ষ্যে বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 



৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪৪ টি পুজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দের অংশগ্রহণে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 



এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহারুল হক, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড মোঃ দবির উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মহসিন আহমেদ ভূইয়া, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি অশোক কুমার ভৌমিক সহ বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


প্রস্তুতিমূলক সভায় এ বছর পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


এবছর বিজয়নগরে  ৪৪  টি মণ্ডপে দূর্গাপুজা উদযাপিত হবে বলে সভা সূত্র জানা যায়। এর মধ্যে বুধন্তী  ১৩টি, চান্দুরা ১৩টি, ইছাপুরা ০৩টি, হরষপুর ১০টি, পাহাড়পুর ০১টি, চম্পকনগর ০২টি, পত্তন ০১টি ও চরইসলামপুর ০১টি মন্ডপ রয়েছে।