lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-10T13:59:59Z
জাতীয়ব্রেকিং নিউজমরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামে অবস্থিত বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সালাহ উদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বুধবার (০৯ অক্টোবর) তিনি মৌলভীবাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। মৌলভীবাজারের অনুষ্ঠানগুলো শেষ হবার পর রাত আনুমানিক ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে আসেন এবং রিসোর্টের দ্বিতীয় তলায় ৫ নম্বর কক্ষে ঘুমাতে যান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা ছিল। সে কারনে সকাল সাড়ে ৮টার দিকে রিসোর্টের স্টাফরা তার কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও তিনি কোন সাড়া দেননি। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে তার কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমরা তথ্য পেয়ে বালিশিরা রিসোর্টে গিয়ে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার করি। বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যে কোন সময় মারা গেছেন।'