Advertisement
আকন্দ সোহাগ,জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। শুক্রবার রাতে তিনি প্রথমে শহরের ঠাকুরবাড়ি মোড়ে অবস্থিত শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুর পূূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর তিনি শহরের আরো বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান সহ সকল পূজা মন্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ,মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান,যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।