lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-12T09:50:44Z
গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সফিকুল- সাধারণ সম্পাদক হুমায়ূন

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর  কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীকে সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার রানীশংকৈল  প্রতিনিধি হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। শনিবার (১২ অক্টোবর)  সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বরত রানীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। এ সময় নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,  রানীশংকৈল থানার এস আই দেলোয়ার হোসেন। নির্বাচন পরিদর্শন করেন সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম।