lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-25T07:03:22Z
রাজনীতি

পাবনা-১: বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় শামসুর রহমান

Advertisement


 

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠ এখন বিএনপির দখলে। যতদিন গড়াচ্ছে ততই নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা বাড়ছে। ইতিমধ্যে পাবনা-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কয়েকজন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান আলোচনায় আছে। বিএনপির রাজনীতিতে দুর্দিনে সামনের সারিতে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শামসুর রহমান ছিলেন, সাঁথিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক। সাবেক সভাপতি,বেড়া উপজেলা শাখা ছাত্রদল। সাবেক সভাপতি,বেড়া কলেজ শাখা ছাত্রদল। সাবেক সাধারণ সম্পাদক, মটর শ্রমিক ইউনিয়ন,বেড়া শাখা। সাবেক সাধারণ সম্পাদক,রিক্সা শ্রমিক ইউনিয়ন,বেড়া শাখা।


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখনো প্রচারণায় নামেননি। কারণ কেন্দ্র থেকে এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ‘গ্রিন সিগন্যাল’ মেলেনি। তবে ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন অনেকে।পাবনা-১ সংসদীয় আসন(সাঁথিয়া-বেড়া) বিএনপি এখানে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে চায় যার পক্ষে বিপক্ষ দলের প্রার্থীর সঙ্গে টক্কর দিয়ে বিজয় সম্ভব হবে। অবস্থানগত দিক থেকে পাবনা-১অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। দলটির একাধিক সূত্রে জানা গেছে,এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন আরও কয়েকজন। বিএনপি নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত নয়। কোন আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না। 


বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা কোনো প্রচার-প্রচারণা চালাচ্ছেন না। কিন্তু দলের সাংগঠনিক কাজ করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। একইসঙ্গে এলাকার জনগণের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। ফলে, এটা করতে গিয়ে একদিকে যেমন দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, অন্যদিকে নির্বাচনী গণসংযোগও হয়ে যাচ্ছে। দুর্দিনের রাজনীতি জেল জুলুম ত্যাগ অত্যাচারের মূল্যায়ন চান ভিপি শামসুর রহমান।