Advertisement
মিঠুন পাল, পটুয়াখাখালী জেলা প্রতিনিধি:
তিন দিন পর ৪শত ৫০কেজি জেলেদের চোরাই চলা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিজ হাওলা দক্ষিন পূর্ব উলানিয়া স: প্রা: বিদ্যালয়ের এক কক্ষ থেকে মঙ্গল বার দুপুরে।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার সময় রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী খেয়াঘাট সংলগ্ন সবুজের বাড়ী থেকে ৪৫০কেজি চাল আটক করে স্থানীয় জনগন। জেলেদের সরকারি চোরাই চাল একটি বিদ্যালয় রেখে দেয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন। সবুজ মিস্ত্রী জানান আমি ৬বস্তা বা ৩০০কেজি চাল ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চকিদার) মাইনদ্দিন এর কাছ থেকে ১০হাজায় টাকায় ক্রয় করেছি। স্থানীয় জনগন জানান, জেলেদের এ চাল চুরি হওয়ার ব্যাপারে পরিষদের কোন না কোন ইউপি সদস্য ও চেয়াম্যান জড়িত থাকতে পারে বলে সন্দেহ পোষন করেন। এ চাল উদ্ধারের জন্য মৎস্য অফিসার সোমবার রাতে গেলে জনগন তাকে ফিরিয়ে দেন।
মঙ্গলবার ইউএনও এর নির্দেশে ওই চাল গুলো মৎস্য অফিসের নাজমুল হাসান ও উপজেলা ভূমি অফিসের সাইদুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছে জেলেদের চাল লিখিত দিয়ে চাল গুলো উদ্ধার করে নিয়ে আসেন।
এ ব্যাপারে গলাচিপা উপজেলার মৎস্য সিনিয়র অফিসার জহিরুন্নবী জানান, ৯বস্তা বা ৪৫ কেজি চাল উদ্ধার করে ইউএনও স্যারের হেফাজতে রাখা হয়েছে। তবে তা তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।