Advertisement
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:
নাশকতার মামলার প্রধান আসামীকে নিয়ে পুজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত। কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের সেই প্রধান আসামী ও সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহবুব আলম মিরণ আত্মগোপনে চলে গেছেন। গত ৩ দিন ধরে তাকে এলাকায় পাওয়া যাচ্ছেনা। তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তাকে গ্রেপ্তার করতে খুঁজছে পুলিশ। এমনটিই জানিয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন,নাশকতার মামলার প্রধান আসামী প্রশাসনের সাথে পূজামণ্ডপ পরিদর্শন করছেন, বিভিন্ন গণমাধ্যমে এমন
সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমাদের নজরে আসে। এরপর থেকেই তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ যে গেছে,গত ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরনকে প্রধান আসামী করে ৫৩ জনের নাম উল্লেখ ও ৩০/৪০ জনকে অজ্ঞাত করে আসামী করে। গত ১ অক্টোবর ১২সহ এ পর্যন্ত ১৫ অজ্ঞাত আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে একই দিন কারাগারে প্রেরণ করে৷ অজ্ঞাত আসামীরা গ্রেপ্তার হলেও প্রকাশে ঘুরে বেড়াতেন প্রধান আসামী। মাদারগঞ্জ উপজেললা নির্বাহী কর্মকর্তার পূজামণ্ডপ পরিদর্শনের সময়ও তাকে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমলে নেয় পুলিশ।