Advertisement
হৃদয় হুসাইন, বিশেষ প্রতিবেদক:
জুলাই -আগষ্ট বিপ্লবের পর মানব সেবা ও পরিবেশ রক্ষার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয় "২৪এর নবদূত সেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে পাবনার পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে কাজ করে যাচ্ছে সংগঠন টি।
পাবনা শহরের সৌন্দর্য বর্ধনে সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে দেয়ালে দেয়ালে চিত্র ও গ্রাফিতি অঙ্কন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান: ইমাম গাজ্জালী বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা সিটি কলেজ, নলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ শ্রীপুর,তারাবাড়িয়া আবু বক্কার সিদ্দিক মাদ্রাসা, খয়েরসুতি উচ্চ বিদ্যালয়, পাবনা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও পরিবেশ বান্ধব বৃক্ষরোপন করেন।
পাবনা জেলা স্কুলের শিক্ষক আসাদুজ্জামান খান কে প্রধান উপদেষ্টা করে দূর্ণীতি ও দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গিকার নিয়ে গঠন করা হয়েছে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি।
সংগঠনের সভাপতি গোলাম মোর্শেদ খান শামস্ গণমাধ্যম কে বলেন, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন যার কাজ দূর্ণীতি ও দূষণ মুক্ত পরিবেশ গড়া। পরিবেশ রক্ষায় সকলকে তাদের পাশে থাকার অনুরোধ জানান তিনি।