Advertisement
শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচংয়ের ফুলবাড়িয়ার একটি প্রবাসী পরিবার। বুধবার দুপুরে ওই পরিবারের পক্ষে প্রবাসী লিটন মিয়া সংবাদ সম্মেলন করে এ আকুতি জানান। এ সময় জানানো হয়, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদেরকে পরিবারের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় তারা শঙ্কার মধ্যে আছেন।
নিজ বাড়িতে করা সংবাদ সম্মেলনে লিটন মিয়া অভিযোগ করেন, তার প্রবাসী ভাই উজ্জল মিয়া ছিয়-সাত মাস আগে রফিকুলের ফুফাতো ভাই জয়নাল মিয়ার কাছ থেকে ৩৫ শতাংশ জমি কিনে। এরপর থেকেই বিরোধের শুরু। ওই জমিতে রফিকুলের জায়গা আছে উল্লেখ করে মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ হলেও রফিকুল সেটা মানেননি। তবে এ নিয়ে তিনি ক্ষোভ পোষে রাখেন।
গত ৫ অক্টোবর উজ্জলের একটি পুকুর থেকে মাছ নিয়ে যায় রফিকুলসহ তার লোকজন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপরই একে একে তাদের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা শুরু হয়। রফিকুলের খালাতো ভাই এম রকিব এসব মামলা করতে থাকেন। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
লিটন মিয়া অভিযোগ করেন, রফিকুলের ভাই রবু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ি। বিভিন্ন সময়ে সে মাদকসহ ধরাও পড়ে। রবু মিয়া অপহরণ হয়েছে উল্লেখ করেও একটি মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় তাদের পরিবার আতঙ্কিত।