lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-05T07:57:55Z
সড়ক দুর্ঘটনা

সড়ক দূর্ঘটনায় ডোমারের সুমন রায় নামে এক যুবকের মৃত্যু

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারীঃ নীলফামারী সৈয়দপুর মহাসড়কের শিমুলতলী নামক স্থানে মোটরসাইকেল আরোহী সুমন রায়ের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সুমন কুমার রায় (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


মৃত্যু সুমন রায় নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার মৃত আনন্দ বর্মনের ছেলে।


বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সৈয়দপুরে কাজ শেষ করে ডোমারের উদ্দেশ্য রওয়ানা দিলে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের শিমুলতলী নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মুখোমুখি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেকার কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।


পারিবারিক সুত্রে যানাযায় নিহত সুমন ডোমার থানা সহ বিভিন্ন থানায় অনলাইনে মামলার বিবরণ লেখা ও নথিভুক্ত করা সহ কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

 

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক বা চালক কাউকে এখনো ধরা সম্ভব হয়নি।


পরিবারের লোকজন জানান, শুক্রবার (৪ অক্টোবর) বিকালে সদর ইউনিয়নের দোলাপাড়া পাটাকাটা শ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নিহত সুমন কুমার রায়ের মরদেহ চিতায় দাহ করা হবে।