lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-14T10:23:45Z
স্বাস্থ্য খাত

মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার সদর উপজেলাধীন মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।  অভিযোগ তুলেছেন মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের আশপাশে বসবাসরত জনসাধারণ।


মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা কোহিনুর বেগম ও তার স্বামী (যিনি পুর্বে কর্মরত ছিলেন)  মিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কে নিজেদের ব্যক্তগত সম্পদে পরিণত করেছেন। সম্প্রতি  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজা ও জানালার গ্রিল ভেঙে নিজের বাড়িতে নিয়ে যাওয়া ছাড়াও সরকারি ঔষধ জনসাধারণ কে না দিয়ে মালিগাছা বাজারে নিজেদের ফার্মেসীতে বিক্রয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গাছ কেটে নেওয়া, তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয়দের মামলার হুমকি প্রদান  সহ নানাবিধ অভিযোগ তোলেন তারা।


তবে অন্যান্য অভিযোগ অস্বীকার করলেও দরজা ও জানালার গ্রিল নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা কোহিনূর বেগম। তিনি বলেন, নিরাপদে সংরক্ষণ করতে আমি সেগুলো বাড়িতে নিয়েছিলাম এবং পরবর্তীতে প্রতিষ্ঠানে ফেরত এনেছি।


তবে এসকল অভিযোগের ভিত্তিতে পরিদর্শিকা কোহিনূর বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।