lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-06T11:28:35Z
ধর্মীয় উৎসব

শ্রীমঙ্গলে আড়াই শতাধিক দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজার উপহার বিতরণ

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সহযোগিতায় শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে আড়াই শতাধিক দরিদ্র সনাতন ধর্মালম্বীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ‘আমরা মানুষ, আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশী’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় শহরের মিশন রোডস্থ রামকৃষ্ণ সেবাশ্রমে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাবের আহমেদ, মো. আলফাজ উদ্দিন আহমেদ, দেবাশীষ ধর পার্থ, মোহাম্মদ আলী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, একাত্তর টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন, দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, খোলাচিঠি পত্রিকার বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক খবরের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ প্রমুখ।