Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা: সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় সুজানগরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দান কর্মসূচির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দান কর্মসূচির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও ডাঃ নাসরিন আক্তারের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান পিপিএম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফাউজিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহাতাব উদ্দিন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন প্রমুখ। "এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন " জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশোরকালীন স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ, এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে, পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট, এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।