Advertisement
সূর্য্য চক্রবর্তী, (বাগেরহাট)প্রতিনিধি:
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ (বুধবার)শুরু হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১২ই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৪ দিনব্যাপী এ উৎসবের।
দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় পরিবর্তিত পরিস্থিতিতে দুর্গাপূজা ঘিরে যথেষ্ট উদ্বেগ-শঙ্কা থাকলেও সরকারসহ রাজনৈতিক মহলের নিরাপত্তার আশ্বাসে কেটেছে সেই শঙ্কা। সনাতনীরা এখন নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ার প্রত্যাশায়।
নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে রয়েছে সেনাবাহিনী,পুলিশ,আনসার। এছারা প্রতিটি পূজা মন্দিরে গঠন করা হয়েছে সেচ্ছাসেবক টিম। এছারাও বিভিন্ন সময়ে সাহস যোগানের জন্য প্রতিটি মন্দির পরিদর্শন করছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
এবছর কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৪৪ টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।