lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-29T14:06:41Z
আইন ও অপরাধ

যশোর থেকে চুরি হওয়া পল্লী বিদ্যুতের মালামাল ঢাকায় উদ্ধার

Advertisement


 

জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া থেকে চুরি হওয়া পল্লী বিদ্যুতের ২০ লক্ষাধিক টাকার মালামাল ঢাকার যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে।


মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


পুলিশ জানায়, সম্প্রতি বাঁকড়া বাজারে পল্লী বিদ্যুতের সাব-কন্ট্রাক্টর আজগার আলীর গোডাউন থেকে ২০ লাখ ২২ হাজার টাকার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মালামাল চুরি হয়। ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য এসব মালামাল ওই গোডাউনে রাখা হয়েছিল। চুরির ঘটনায় আজগর আলী বাদী হয়ে ২৮ অক্টোবর একটি মামলা করেন।


মামলা তদন্তের নির্দেশ পেয়ে যশোর ডিবি পুলিশের একটি টিম যশোর থেকে আল আমিন নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহিন মিয়া নামে একজনকে গ্রেফতার করে। শাহিন মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয় আটটি ট্রান্সফরমারের বডি, প্লেট, টানা তার ও যন্ত্রপাতি। 


গ্রেফতার আল আমিন (১৯) যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের আবুল হোসেন শেখের ছেলে। আর শাহীন মিয়া (২৪) ঢাকার শ্যামপুর থানা এলাকার আমিনুল হকের বাড়ির ভাড়াটিয়া।


এসআই মফিজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন পুলিশকে জানান, শাহীন মিয়ার সঙ্গে যোগসাজশে বাঁকড়ার গোডাউন থেকে পল্লী বিদ্যুতের মালামাল তারা চুরি করে। এরপর ঢাকার যাত্রাবাড়ীর সালাহউদ্দিনের আয়রন ঘরে বিক্রি করে।