lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-30T09:35:21Z
জাতীয়

সুজানগরের পদ্মা নদী থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা : সুজানগরের পদ্মা নদী থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।


জানা যায়, কুষ্টিয়া কুমারখালীতে পদ্মা নদীতে জলদস্যুদের হামলায় নৌকা থেকে পানিতে পড়ে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ ঘণ্টার এএসআই মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত রোববার  রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন পুলিশের দুই সহকারী উপপরিদর্শক। তাদের মধ্যে মঙ্গলবার  বিকেল ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় নদী থেকে সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ১৬ ঘণ্টার পর আজ বুধবার সকাল ৭টার দিকে পাবনার সুজানগর উপজেলার মোহনগঞ্জ এলাকায় নদী থেকে এএসআই মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম ।