Advertisement
হাজী জাহিদ:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনুস মহোদয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পলাশের কৃতি সন্তান, প্রসিদ্ধ লেখক, গবেষক এ বং সাবেক যুগ্ম সচিব সিরাজ উদ্দিন মিয়া। তিনি প্রশাসনের একজন সৎ, মেধাবী, পরিশ্রমী ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পাওয়ায় পলাশবাসী আনন্দিত। তিনি অনেক বই লিখেছেন। তিনি সহজ সরল ভাষায়, মনের মাধুরী মিশিয়ে, অত্যন্ত চমৎকার ভাবে বইগুলোর বিষয়বস্তু পাঠকের নিকট উপস্থাপন করেন। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ ব্যবস্থার বিবর্তন, ধর্মীয়,অর্থনীতি ও জীবনীসহ এ পর্যন্ত ৩২টি লিখেছেন।ষাটের দশক থেকে ঘোড়াশাল - পলাশ ও কালীগঞ্জের রাজনৈতিক ও সমাজ ব্যবস্থার চিত্র কয়েকটি বইয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন। লেখক হিসেবে তিনি সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত।
জুলাই- আগস্ট বিপ্লবের পরে মানুষের মনে স্বাধীনতার নতুন স্বাদ একটা অন্যরকম স্বস্তি, অধিকারের প্রত্যাশা ।
এ পরিস্থিতিতে সিরাজ উদ্দিন মিয়া নিজের যোগ্যতা, সততা ও মেধা খাটিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন এবং শত ব্যস্ততার মাঝেও লেখা চালিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা।