lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-10T11:52:41Z
মতবিনিময় সভা

চারঘাটে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চারঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টুর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি ময়েন উদ্দিন পিন্টু, কোষাদক্ষ্য মিঠু রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, দপ্তর সম্পাদক মোহাইমেনুল হক স্বপন, প্রচার সম্পাদক জুবায়ের ইসলাম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, সদস্য আহসান হাবিব সুমন,দোয়েল হোসেন, মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান প্রমুখ।


এ সময় ওসি বলেন, মাদক মুক্ত চারঘাট গড়তে সকলের সহযোগীতা একান্ত ভাবে কাম্য। চারঘাট একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক চোরাচালান একটু বেশী। এজন্য দরকার সাংবাদিকদের সহযোগিতা। বস্তু, নিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে চারঘাটে লুকিয়ে থাকা অন্যায়, অবিচার। বাল্য বিয়ে প্রতিরোধে চারঘাট মডেল থানা পুলিশ সব সময় তৎপর। সব ধরণের অপরাধ প্রবনতা বন্ধে চারঘাট মডেল থানা পুলিশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করছেন।