lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-24T15:37:08Z
জাতীয়

পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালুর দাবীতে মানববন্ধন

Advertisement


 

 মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা  প্রতিনিধি:

পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড়   চিনিকল চালুর দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে আখচাষী, শ্রমিক, শিক্ষার্থী সহ সর্বস্তরের সাধারন মানুষ।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড় মিলগেট বাজারে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এসময় বক্তব্য রাখেন,জাতীয় গণতান্ত্রীক পার্টি জাগপার মুখপাত্র,কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক আব্দুর রহিম,আখ চাষী আব্দুল আজিজ, ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


বক্তারা বলেন,অবিলম্বে বন্ধ হওয়া এই ভারী শিল্প প্রতিষ্ঠানটি চালু করতে হবে।   দাবি  না মানলে  কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


উল্লেখ্য ২০২০ সালের ০১ ডিসেম্বর পঞ্চগড়ের এক মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ করে দেয়া সরকার।


বর্তমানে সকল স্থরের মানুষই বন্ধ চিনিকলটি চালুর জোর দাবি জানায়।