lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-07T12:17:41Z
ধর্মীয় উৎসব

পলাশে ৪২টি পূজা মন্ডবে জিআর চালের ডিও বিতরণ

Advertisement


 

হাজী জাহিদ  (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে পূজা মন্ডবের নেতৃবৃন্দের হাতে চালের ডিও বিতরণ  করা হয়।


পলাশের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবুল কাশেম, উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদুল করিম, জাপা নেতা জাকির হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল হক, সেক্রেটারি মোহাম্মদ ইকরাম, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র দত্ত প্রমুখ।


সভায় পলাশ উপজেলার ৪২টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০০ কেজি করে জিআর চালের ডিও হস্তান্তর করা হয়েছে।