Advertisement
সাঘাটা( গাইবান্ধা) :প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড: মাসুরা বেগমের ২১ অক্টোবর স্বাক্ষরিত পত্রে জানা যায়, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনলে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন অভিযোগ তদন্ত করেন।
তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হয়। চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন অনাস্থা প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করেন। এতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি ভোট বিপক্ষে ৩টি ভোট প্রাপ্ত হয়। তদন্ত প্রতিবেদন এবং অনাস্থা প্রস্তাবের ফলাফল জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হলে স্থানীয় সরকার বিভাগ থেকে বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সাথে কথা বললে তিনি এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।