lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-18T11:16:09Z
আইন ও অপরাধ

পাবনায় চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় চাঁদা না দেওয়ায়  বাড়িঘর ভাঙচুর,  স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন পাবনা জেলার সুজানগর উপজেলাধীন নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত কালিকাপুর গ্রামের তারেকুর রহমান।  এঘটনায় একই গ্রামের রিপন শেখ কে প্রধান অভিযুক্ত করে সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।


ভুক্তভোগী তারেকুর রহমান জানান, অভিযুক্ত শিপন তার নিকট বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার গভীর রাতে তারিকুর রহমানের  বাড়িসহ আরও একটি বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা  বলেন, লিখিত অভিযোগ পেয়েছি , তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।